কিশোরীকে ধর্ষণ প্রতিবেশী যুবকের হুমকি পরিবারকে

সোমনাথ চৌধুরী : এদিন ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঘটনা। ধর্ষণের পর মেয়েটি ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে বিরামপুর থানার পুলিশ।

গত ৩ এপ্রিল ধর্ষণের ঘটনাটি ঘটে। সেদিন ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বের হতেই ওই যুবক তার মুখ বেঁধে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে পরিবারের সদস্যরা সেখানে ছুটে এসে অভিযুক্ত যুবককে আটক করেন। বিষয়টি জানতে পেরে  যুবকের পরিবারের লোকজন কিশোরীর বাড়িতে চড়াও হয়ে তাকে সেখান থেকে নিয়ে যান। এরপরই , কিশোরীর পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শনিবার গঙ্গারামপুর থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন কিশোরীর মা।